ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ছেলে-মেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এবি ব্যাংক লিমিটেডের দায়ের করা চেক ডিজঅনারের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ছেলে ও মেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (০২ নভেম্বর) এ পরোয়ানা জারি করেন বলে মঙ্গলবার (০৩ নভেম্বর) জানিয়েছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন- লতিফ সিদ্দিকীর ছেলে ম্যাজেস্টিকা হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিক সিদ্দিকী ও পরিচালক মেয়ে রায়না সিদ্দিকী।


মঙ্গলবার রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে বলেন, সাবেক মন্ত্রী বা তার স্ত্রীর বিরুদ্ধে নয়, তাদের ছেলে ও মেয়ের বিরুদ্ধে পৃথক দু'টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা বলে তাদের আইনের আওতায় আনতে বাসায় পুলিশ পাঠানো হয়।কিন্তু তাদের পাওয়া যায়নি। আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দের চেষ্টা করছে পুলিশ।


জানা যায়, এবি ব্যাংক লিমিটেড কারওয়ান বাজার শাখা থেকে ঋণ নেয় ম্যাজেস্টিকা হোল্ডিং লিমিটেড। পরে ঋণ পরিশোধ না করায় এবি ব্যাংক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় ৪৩ কোটি ৯০ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে। এছাড়া সরকারিখাতে জনতা ব্যাংক এবং বেসরকারিখাতে পদ্মা ব্যাংক লিমিটেডে (সাবেক ফারমার্স ব্যাংকের কাছে) বিপুল অঙ্কের খেলাপি ঋণ রয়েছে।

ads

Our Facebook Page